নিজস্ব প্রতিবেদক ॥ শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে “নিরাপত্তায় আস্থার ঠিকানা” ওপেন হাউজ ডে পালিত হয়েছে কু্ষ্টিয়া খোকসা থানায়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় থানা চত্বরে এই ওপেন হাউজ ডে পালিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, পরিবার থেকে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। নিজেদের পরিবর্তনের মাধ্যমে আমরা আইনকে শ্রদ্ধা করতে পারি। একটি নিয়মতান্ত্রিক সুশৃংখল বাহিনীর পুলিশের ঢালাও দোষ না দিয়ে, নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি আমরা কি কর্ম করি। বিবেক -ই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ যখন বিবেকবান হবে আইনের প্রতি শ্রদ্ধা হবে তখন আর পুলিশিংয়ের এই ওপেন হাউজ ডে করতে লাগবেনা। আসুন আমরা নিজেদের পরিবার থেকেই নিজেদের আইনের সুশাসন প্রতিষ্ঠা করি।
কুষ্টিয়ার সময়-আ.আ.হ/মৃধা
বিজ্ঞাপন