পাকিস্তানের একটি বেসরকারি কোম্পানির কর্মচারীদের পরিবারের মধ্যে যাকাত বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানিয়েছে, এখন পর্যন্ত আব্বাসী শহীদ হাসপাতালে নয়জনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে সাতজনই নারী।