Thursday , 13 April 2023 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক খবর
  3. আবহাওয়া
  4. এইমাত্র পাওয়া
  5. খেলার খবর
  6. তথ্য প্রযুক্তি
  7. দেশের খবর
  8. ধর্মীয় খবর
  9. বানিজ্য
  10. বিনোদন খবর
  11. রাজনৈতিক
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

দেশে ‘নারী প্রধান’ পরিবার কমছেই

নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে গত দুই বছর বছর ধরে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অধোগতির মধ্যে এবার দেশে নারী প্রধান পরিবারের সংখ্যা আরও কমে আসার তথ্য পাওয়া গেল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের ফলাফল বলছে, ২০১০ সালে দেশে প্রায় ১৩ দশমিক ৯ শতাংশ পরিবারের প্রধান ছিলেন নারী। ধারাবাহিকভাবে কমতে কমতে এখন তা ঠেকেছে ১২ দশমিক ৬০ শতাংশে।

পরিবারের আয়, ব্যয়সহ সামগ্রিক বিষয়ের তথ্য জানতে চালানো সবশেষ খানা জরিপের যে তথ্য বিবিএস বুধবার প্রকাশ করেছে, তাতে এই বিষয়টির উল্লেখ আছে।

এর আগের সবশেষ জরিপ ২০১৬ সালেও আগের বারের তুলনায় নারী প্রধান পরিবারের সংখ্যা কমেছিল ০.৮ শতাংশ। সে বছর মোট পরিবারের ১৩ দশমিক ৩০ শতাংশের প্রধান ছিল নারী।

এই জরিপ অনুযায়ী শতকরা হিসেবে শহরের চেয়ে গ্রামে নারী প্রধান পরিবার বেশি।

শহরে ১২ দশমিক ২০ শতাংশ পরিবারের প্রধান নারী, গ্রামে এই হার ১২ দশমিক ৭০ শতাংশ।

২০১৬ সালে শহরে নারী প্রধান পরিবার ছিল ১২ দশমিক ৭০ শতাংশ, গ্রামে তা ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ।

২০১০ সালে শহরের পরিবারগুলোর ১১ দশমিক ২০ শতাংশের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে ছিলেন নারী। গ্রাম এলাকায় তা ছিল ১৪ দশমিক ৯০ শতাংশ।

সর্বশেষ - দেশের খবর